Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স”-এ অংশগ্রহণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রেরণ প্রসঙ্গে।
বিস্তারিত

বিষয়:       “আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স”-এ অংশগ্রহণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রেরণ প্রসঙ্গে।


সূত্র:          ক। উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ, রংপুর এর স্মারক নং-১৪০২: তারিখ: ১৩/০৫/২০২৫ খ্রিঃ।

খ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, ভিডিপি-প্রশিক্ষণ শাখার স্মারক নং-১২৯; তারিখ: ০৮/০৫/২০২৫ খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রদ্বয়ের প্রেক্ষিতে অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৬/২০২৫ খ্রিঃ হতে ১৩/০৭/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত ২৮ দিন মেয়াদী “আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স” জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুর অনুষ্ঠিত হবে। উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণের জন্য বাছাই কার্যক্রম আগামী ২৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রবিবার সকাল ০৯০০ ঘটিকায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে। তদপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা হতে বর্ণিত তারিখ ও সময়ে নিম্নবর্ণিত কোটা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

ক্রমিক নং উপজেলার নাম দলনেতা শূন্য পদ ইউনিয়নের নাম ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার (পুরুষ) ইউনিয়নের নাম ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার (পুরুষ) ইউনিয়নের নাম
০১ সদর কাঠালবাড়ী, ভোগডঙ্গা - -

০২ উলিপুর - - বেগমগঞ্জ বুড়াবুড়ী, থেতরাই
০৩ নাগেশ্বরী রায়গঞ্জ,কচাকাটা,বামনডাঙ্গা, কেদার, সন্তোষপুর, কালিগঞ্জ - - হাসনাবাদ
০৪ ভুরুঙ্গামারী পাইকেরছড়া,চর ভুরুঙ্গামারী - -- --
০৫ ফুলবাড়ী ফুলবাড়ী, ভাঙ্গামোড়, শিমুলবাড়ী ভাঙ্গামোড় -
০৬ রাজারহাট ঘড়িয়াল ডাঙ্গা - -- --
০৭ রৌমারী বন্দবেড় - -- --

মোট ১৫



বি:দ্র: কেবল সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন

“আনসার-ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স" এর প্রার্থীর যোগ্যতা”:

ক)            ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ/ভিডিপি অ্যাডভান্সড কোর্স সম্পন্নকারী নির্বাচিত করতে হবে। উল্লেখিত প্রশিক্ষণ প্রাপ্ত আগ্রহী প্রশিক্ষনার্থী না পাওয়া গেলে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্তদের নির্বাচন করা যাবে, তবে তার সংখ্যা প্রদত্ত কোটার ২০% এর অধিক হবে না (সর্বশেষ ০৩টি ধাপে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্য হতে আগ্রহীদের অগ্রাধিকার দেয়া হবে)।

খ)            ন্যূনতম এসএসসি/দাখিল/সমমান পাশ হতে হবে;

গ)             বয়স: ১৮-৩৫ বছর (সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে);

ঘ)            জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে;

ঙ)            উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি (ন্যূনতম);

চ)             প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে;

ছ)            স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী হতে হবে;

জ)            গ্রামে/ইউনিয়নে/পৌরসভা/ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসকারী এবং নিজ এলাকায় কর্মসংস্থান আছে এমন ব্যক্তি নির্বাচন করতে হবে;

ঝ)            তথ্য-প্রযুক্তি ব্যবহারে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে;

ঞ)           আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র, প্রশিক্ষণ সনদ, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি এবং ১ সেট ফটোকপি আনতে হবে;

ট)             এলাকায় সুনামের অধিকারী হতে হবে।


উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন আর্থিক লেনদেন, তদবির অথবা অনিয়মের আশ্রয় না নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


২।             বিষয়টি সকল উপজেলার নিজস্ব ওয়েব পোর্টাল এবং সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডসহ সকল ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারগণের মাধ্যমে ব্যাপক হারে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

প্রকাশের তারিখ
20/05/2025
আর্কাইভ তারিখ
31/05/2025