‘‘ভিডিপি এ্যাডভান্সড প্রশিক্ষণের জন্য শুধুমাত্র ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত (পুরুষ) সদস্য বাছাই বিজ্ঞপ্তি’’
এতদ্বারা কুড়িগ্রাম জেলার ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ অর্থ বছরের ‘‘ভিডিপি এ্যাডভান্সড প্রশিক্ষণ” ১ম ধাপ আগামী ০৯/০৪/২০২৫ খ্রিঃ হতে ০6/০৫/২০২৪ খ্রিঃ পর্যন্ত ২৮ (আটাশ) দিন মেয়াদে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী বাছাইয়ের নিমিত্তে আগামী ০৭/০৪/২০২৫ খ্রিঃ রোজ সোমবার সকাল ০৯.০০ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় কুড়িগ্রামে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুড়িগ্রামে নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকার জন্য আহবান জানানো হলো।
শর্ত ও যোগ্যতাঃ
১। ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
২। ন্যূনতম এসএসসি/দাখিল/সমমান পাশ হতে হবে।
৩। বয়সঃ ১৮ হতে ৩০ বছর (সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪। জাতীয় পরিচয়পত্রধারী এবং উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে।
৫। প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে।
৬। স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে এবং এলাকায় সুনামের অধিকারী হতে হবে।
৭। তথ্য ও প্রযুক্তি ব্যবহারে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ডের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সঙ্গে আনতে হবে।
২। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
৩। জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এবং ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।
৪। সকল কাগজপত্রের মূলকপি ও ০১ (এক) সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস