দরপত্র বিজ্ঞপ্তি
এতদ্বারা জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট সকল ঠিকাদার/পোশাক সেলাই প্রতিষ্ঠানের নিকট হতে কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন সংস্থা/ গার্ডে(কেপিআই) সমূহে অঙ্গীভুত পিসি/এপিসি ও আনসার সদস্যদের ইউনিফর্ম(শার্ট, প্যান্ট, ফিল্ড ক্যাপ ডিপ সাইনসহ) সেলাই করার নিমিত্তে ঠিকাদার/ব্যবসায়ি/টেইলারিং শপ/ সেলাই পোশাক প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্রে প্রতি সেট পোশাক সেলাই এর মজুরী উল্লেখ করে আগামী ০৮/০৫/২৫খ্রি: তারিখে কুড়িগ্রাম জেলার স্থানীয় বিভিন্ন পোশাক তৈরি প্রতিষ্ঠান মালিকগনের নিকট হতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুড়িগ্রাম-এ রক্ষিত দরপ্ত্র বক্স গ্রহন করা হবে এবং একই দিন ১১.৩০ ঘটিকার সময় উপস্থিত দরদাতাদের সম্মুখে খোলা হবে।
শর্তাবলী :
১। দরপত্র দাতা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে দরপত্র দাখিল করতে হবে।
২। কৃতকার্য দরপত্র দাতা প্রতিষ্ঠানকে এতদাসংকান্ত গঠিত কমিটির সিদ্ধান্তক্রমে কার্যাদেশ প্রদান করতে হবে।
৩। কার্যাদেশ পাওয়ার পর ৩০ (দিনের) দিনের মধ্যে সেলাই করন সম্পূর্ণ করতে হবে।
৪। চুক্তির মেয়াদ কার্যাদেশ থেকে ০১(এক) বছরের জন্য বলবৎ থাকবে।
৫। নমুনা হিসেবে ০২(দুই) সেট পোশাক দরপত্রের সাথে দাখিল করতে হবে।
৬। নিজ নিজ দায়িত্বে বিভিন্ন সংস্থায় গিয়ে আনসার সদস্যদের পোশাকের মাপ গ্রহণ করতে হবে।
৭। সকল দরপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা কমিটি কর্তৃক সংরক্ষণ করবেন এবং সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান করতে বাধ্য নহে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস