কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
।।গোলাম মোস্তফা রাঙ্গা।।
২১ জুলাই শনিবার বিকাল ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-এ ৭০দিন মেয়াদি ১ম ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, বহিরাগত ইংরেজী প্রশিক্ষক মমিনুল ইসলাম ও মনিটরিং মাঠকর্মী শফিকুল ইসলাম সবুজ। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা হতে ৩০ জন ভিডিপি সদস্য আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিক কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
একই দিনে চলমান অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা হতে ৯০ জন অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। ২১দিন মেয়াদী প্রশিক্ষণটি শুরু হয় ১৪ জুলাই এবং শেষ হবে ০৩ আগস্ট।
গোলাম মোস্তফা রাঙ্গা
হিসাব রক্ষক
জেলা আনসার ও ভিডিপি দপ্তর, কুড়িগ্রাম
মোবাঃ ০১৭১৬-৪৪৩৪৬১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস