Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘‘প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে বাস্তবমূখী করতে হবে’’, ভিডিপি মহিলা সদস্যাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক, কুড়িগ্রাম
বিস্তারিত

গোলাম মোস্তফা রাঙ্গা।।

৭ মে সোমবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ভিডিপি মহিলা সদস্যাদের উদ্দ্যেশে অতিথি বক্তা হিসাবে বক্তব্য প্রদান কালে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন ‘‘শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে হবে, তবেই নিজের পাশাপাশি দেশেরও উন্নয়ন হবে’’। কুড়িগ্রাম তথা বাংলাদেশের উন্নয়নে মানসম্মত কাজে উপযুগী যুবশক্তি তৈরি করতে হবে। আনসার ও ভিডিপি যেহেতু তাদের মাঠ পর্যায়ে নারী-পুরুষ সমহারে কার্যক্রম পরিচালনা করে থাকে, তাই তারাই এবিষয়ে  আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, উপজেলা প্রশিক্ষক মুক্তার হোসেন, মনিটরিং মাঠকর্মী মজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। ২১দিন মেয়াদি ৩য় ধাপ প্রশিক্ষণ কোর্সটি ২২ এপ্রিল শুরু হয় প্রশিক্ষণটি ১১ মে পর্যন্ত চলবে। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ১০০ জন মহিলা সদস্যা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চলমান প্রশিক্ষণসমূহের বিভিন্ন দিবসে বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক চন্দন গুহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/12/2017
আর্কাইভ তারিখ
28/08/2021